।। টেক ডেস্ক ।।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটকে ‘ব্যক্তিগত এবং সুরক্ষিত’ রাখতে নতুন চ্যাট লক ফিচার (WhatsApp Chat Lock Feature) চালু করছে। যখন ব্যবহারকারী কোনো চ্যাট লক করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে তার নির্দিষ্ট ওই চ্যাটটি স্ক্রিন থেকে লুকিয়ে থাকবে।
নতুন ‘চ্যাট লক’ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। ব্যবহারকারী তার ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক তথ্য (যেমন, ফিঙ্গারপ্রিন্ট টাচ বা ফেসিয়াল রিকগনিশন) ভেরিফাই করতে হবে।
একটি ব্লগ পোস্টের মাধ্যমে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানায়, “আমরা মনে করি এই ফিচারটি সেই সমস্ত ইউজারদের জন্য উপকারে আসবে, যাদের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই তাদের ফোনটি শেয়ার করতে হয়। এই ফিচারটির সাহায্যে আপনি ফোন শেয়ার করলেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট গোপনই থাকবে।”
ফিচারটি ব্যবহারকারীদের ব্যক্তিগত ম্যাসেজের নিরাপত্তা ও সুরক্ষা দেবে। প্রধানত একজন ব্যবহারকারীকে তার গোপনীয়, ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো তথ্য অপরের থেকে গোপনীয় রাখতেই এই ফিচারটি কাজ করবে।
নতুন ফিচারটির মধ্যে আপনার ডিভাইসে চ্যাট লক করার ক্ষমতা এবং আপনার লক করা চ্যাটের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে যা আপনার ফোনের পাসওয়ার্ড থেকে আলাদা হবে৷ নতুন চ্যাট লক ফিচারটি iOS এবং Android উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক:-
➤ প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিতে সর্বশেষ সংস্করণ (আপডেট) আছে কি না, তা নিশ্চিত করুন।
➤ এবার যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন।
➤ যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে ‘চ্যাট লক’ অপশনটি দেখতে পাবেন।
➤ এরপর অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে।
➤ অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।
হোয়াটসঅ্যাপ আপডেট করার পরও যদি অ্যান্ড্রোয়েডের ক্ষেত্রে ফিচারটি চালু না হয়, তাহলে যা করবেন।
➤ প্রথমে আপনার সেটিং অপশনে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্টে যান।
➤ এরপর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন এবং এর ফোর্স স্টোপ করে দিন এবং ক্যাশ ডাটা (Cache data) ক্লিয়ার করুন।
➤ এবার পারমিশনে গিয়ে সব গুলোর অনুমতি দিন।
এখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করে উপরক্ত বিষয় অনুসরণ করুন।