|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, মে ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূস্মীভূত দুই পরিবার
উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি পরিবার একেবারে সর্বশান্ত হয়ে গেছে। এ ঘটনায় সব কিছু হারিয়ে পরিবার দু’টি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বৃহস্পতিবার দুপুর বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
➤ স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত হলেন রৌমারী সার্কেল এএসপি সোহেল উদ্দিন
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে রৌমারী সার্কেল’র সহকারি পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।
➤ উলিপুরে পুনঃনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধন
উলিপুরে পুনঃনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিজয় মঞ্চ চত্বরে নির্মিত শহিদ মিনারটির উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এবং উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
➤ ফুলবাড়ীতে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক
আটক শিক্ষক তৈয়ব আলী নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষাা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং একই উপজেলার বালারহাট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। মাদক উদ্ধারের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
➤ ভূরুঙ্গামারীর তিলাই ইউপি’র দুই ভবনের মাঝ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত যুবকের নাম আল আমিন। সে ওই ইউনিয়নের ধামের হাট বাজারের পাশের মৃত আব্দুল খালেকের ছেলে। বাজারের একটি হোটেলে কাজ করতো আল আমিন। তবে নেশাগ্রস্ত ছিলেন। কয়েকটি চুরির অভিযোগে গ্রাম্য শালিস হয়েছে তার বিরুদ্ধে।
https://www.ulipur.com/?p=24289
➤ নাগেশ্বরীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল সভাপতি গ্রেফতার
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কচাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার দিনগত রাতে। শুক্রবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
https://www.ulipur.com/?p=24292
➤ উলিপুরে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা হলেন, ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকার হাবিবুর রহমান (২৭), মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮)।
https://www.ulipur.com/?p=24295