।। নিউজ ডেস্ক ।।
সংবাদ প্রচার বা প্রকাশের মূল স্রোতধারায় চলে এসেছে অনলাইন গণমাধ্যম। দেশের প্রান্তিক পর্যায়ে যে কোন খবর সহজেই ছড়িয়ে দিতে অনলাইন গণমাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে খুব সহজেই সর্বাধিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সব ধরণের খবর। তাই অনলাইন গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। সোমবার (১৫ই মে) এক সাক্ষাৎকারে উলিপুর ডট কমকে এসব কথা বলেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপারের সাক্ষাৎকার গ্রহণ করেন উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও জেষ্ঠ প্রতিবেদক অমিত চন্দ্র পাল।
তিনি বলেন, দেশের প্রায় সকল শ্রেণিপেশার মানুষের হাতে হাতে এখন ডিজিটাল ডিভাইস রয়েছে। প্রশাসনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সকল কর্মকান্ডে ডিজিটালাইজেশন চলে এসেছে। একইভাবে সমাজের সঙ্গতি-অসঙ্গতির খবরাখবর প্রচারের ক্ষেত্রে স্যাটেলাইট টেলিভিশন, রেডিওর পাশাপাশি সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ হচ্ছে।
পাশাপাশি অনলাইন পত্রপত্রিকা তৈরি হয়েছে যা সার্বিক উন্নয়নে খুবই ইতিবাচক দিক। এসব কারণে মানুষের কাছে সহজলভ্য হয়েছে অনলাইন মিডিয়া। সরকারের উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়ে অতিসহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনলাইনে সর্বত্র খবর গিয়ে মানুষের মাঝে আশার কিরণ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে ও হচ্ছে।
দেশের মানুষকে আইন শৃঙ্খলা বিষয়ে সচেতন করতে মিডিয়া জগতে অনলাইন গণমাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করছে। অনলাইন গণমাধ্যমের ফলে যে কোন ঘটনা খুব সহজেই সকলের মাঝে দ্রত পৌঁছে যাচ্ছে যা সমাজিক গতিশীলতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই অনলাইন মিডিয়াকে এক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। ভুল তথ্য, গুজব, ভুয়া খবর, অতিরঞ্জিত খবর প্রচার থেকে বিরত থেকে যাচাইবাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে। বিভিন্ন ধরণের খবরাখবর প্রচারের পাশাপাশি যে সমস্ত সফলতা, ভালো কাজ বা আশা জাগানিয়া ঘটনা মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে, সমাজের জন্য কিছু করতে উৎসাহ যোগাবে – এমন সংবাদগুলো গুরুত্ব দিয়ে বেশি বেশি প্রচার করতে হবে। তবেই অনলাইন গণমাধ্যমের যথার্থ সুফল ভোগ করতে পারবো আমরা।
কুড়িগ্রাম জেলা পুলিশ অগ্রাধিকারভিত্তিক কী কী কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিভাগের অগ্রাধিকার ভিত্তিক ৫টি কাজ কুড়িগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে করে যাচ্ছে। প্রথম – জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করা। দ্বিতীয় – উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা। তৃতীয় – মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি ধরে বৃহত্তরভাবে কাজ করা। চতুর্থ – জুয়া বিষয়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা ও জনসচেতনতা বৃদ্ধি করা। পঞ্চম – সামাজিক কর্মকান্ড নিয়ে কাজ করা, নারী সহিংসতা রন্ধ করা, নারী নির্যাতন, যৌন হয়রানি বা ধর্ষণ বন্ধে কাজ করা এবং এসব রোধ করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
কুড়িগ্রাম জেলায় প্রথম ও একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কমের কার্যক্রম দেখে তিনি অনেক খুশি হন। একই সাথে উলিপুর ডট কমকে সঠিক তথ্য নির্ভর খবর সকলের মাঝে ছড়িতে দিতে আহবান জানান। কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড নিয়ে উলিপুর ডট কমে প্রকাশিত খবরগুলো পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।