|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে আ’লীগের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) সকাল এগারোটায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
➤ কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৯ আসামী গ্রেফতার
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
https://www.ulipur.com/?p=24271
➤ দ্রুত চালু হবে চিলমারীর রমনা রেলস্টেশন: রেল পরিদর্শক
চিলমারী রমনা রেলস্টেশন থেকে খুব দ্রুত লোকাল ট্রেন চালু হবে, এই পথে রেলের উন্নয়ন হবে বলে জানিয়েছেন সরকারি রেল পরিদর্শক (জিআরএম) রুহুল কাদের আজাদ। বুধবার (১৭ মে) বিকেলে রমনা রেলষ্টেশন পরিদর্শনে এসে গণকমিটির দাবীতে উত্তরে তিনি এ কথা জানান।
https://www.ulipur.com/?p=24262
➤ রাজিবপুরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বক্তব্যকালে অতিথিরা প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অলরাউন্ডার হতে হবে। শুধু পড়াশোনাই নয় খেলাধুলাতেও ভালো করতে হবে তোমাদের। তোমরা একসময় এসব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে জীবনের পরবর্তী ধাপে যাবে এবং আগামীর বাংলাদেশ তোমরা নিজেরাই। তাই তোমাদেরকে সব বিষয়েই ভালো করতে হবে।
https://www.ulipur.com/?p=24278
➤ ব্রহ্মপুত্রের তান্ডবে দিশেহারা তীরবর্তী মানুষ
সরেজমিন অষ্টমীরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে ভাঙ্গনের তান্ডব। ইতি মধ্যে বেশকিছু ফসলি জমি, বিভিন্ন স্থাপনা, বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়াও পানি বৃদ্ধির কারনে ডুবে যাচ্ছে ফসলি জমিও।
https://www.ulipur.com/?p=24281
➤ বগুড়ায় অপহৃত ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় রাজারহাটে উদ্ধার
উদ্ধার ব্যক্তির নাম শামছুল আলম বেলাল (৬৫)। তিনি বগুড়া সদরের বাদুরতলার বাসিন্দা এবং নিউ মার্কেটের বেলাল পেপার হাউজের স্বত্বাধিকারী। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধান চেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন তার স্বজনরা।
https://www.ulipur.com/?p=24284