।। নিউজ ডেস্ক ।।
বগুড়ায় ‘অপহৃত’ এক ব্যবসায়ীকে নিখোঁজের তিনদিন পর রাজারহাটে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মে) রাতে শহরের ফুলখাঁর চাকলা সড়কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
উদ্ধার ব্যক্তির নাম শামছুল আলম বেলাল (৬৫)। তিনি বগুড়া সদরের বাদুরতলার বাসিন্দা এবং নিউ মার্কেটের বেলাল পেপার হাউজের স্বত্বাধিকারী। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধান চেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন তার স্বজনরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে উপজেলার ফুলখাঁর চাকলা সড়কে বেলালকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তাকে কে কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর বরাতে স্থানীয়রা জানান, গত ১৪ মে একটি সংঘবদ্ধ চক্র বেলালকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি অবগত করে বেলালের শ্যালক নুরনবী বগুড়া সদর থানায় একটি
জিডি করেন। কিন্তু অপহরণকারীরা দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বুধবার (১৭মে) রাতে তাকে ছুরিকাঘাত করে রাজারহাট বাজারের ফুলখাঁর চাকলা সড়কে ফেলে রেখে যায়।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘আহতাবস্থায় উদ্ধার ব্যক্তিকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তার বিষয়ে আমরা তেমন কিছু জানি না।’
বগুড়া সদর থানার ওসি কামরুল আলম সিদ্দিক জানান, ‘ওই ব্যবসায়ী নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। তাকে আহত অবস্থায় উদ্ধারের বিষয়টি আমরা কুড়িগ্রাম পুলিশের মাধ্যমে জেনেছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।’
এক প্রশ্নের জবাবে ওসি কামরুল বলেন, ‘ওই ব্যবসায়ীর অনেক ঋণ রয়েছে। তার কাছে অনেক মানুষ টাকা পান বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। আমরা বিস্তারিত অনুসন্ধান করছি।’
//নিউজ//রাজারহাট//চন্দন/মে/১৮/২৩