।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী রমনা রেলস্টেশন থেকে খুব দ্রুত লোকাল ট্রেন চালু হবে, এই পথে রেলের উন্নয়ন হবে বলে জানিয়েছেন সরকারি রেল পরিদর্শক (জিআরএম) রুহুল কাদের আজাদ। বুধবার (১৭ মে) বিকেলে রমনা রেলষ্টেশন পরিদর্শনে এসে গণকমিটির দাবীতে উত্তরে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আন্তনগর ট্রেন খুব দ্রুত চালু হবে আর রমনা পর্যন্ত এই ট্রেন আসতে গেলে রেললাইন সংস্কার করতে হবে। এইসব সমস্যা গুলোর কথা ফিরে গিয়ে রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং দ্রুত লোকাল ট্রেন চালু করা হবে।
রেলষ্টেশন পরিদর্শনকালে কতৃপক্ষের কাছে চিলমারী উপজেলা গণকমিটির কর্মী ও স্বেচ্ছাসেবক মাইদুল ইসলাম বিভিন্ন দাবী তুলে ধরেন। এসময় গণকমিটি দাবী তুলে ধরলে সরকারি রেল পরিদর্শক (জিআরএম) রুহুল আজাদ দাবীগুলো রেলকর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপর সরকারি রেল পরিদর্শক (জিআরএম) এর নিকট গণকমিটির পক্ষ থেকে স্মারক লিপি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ডিবিশনাল ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুল সালাম, ডিসিও মো. মামুন, এসিও মো. জাহাঙ্গির আলম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম রাফি প্রমূখ।
//নিউজ/চিলমারী//সোহেল/মে/১৮/২৩