লোকাল এরিয়া নেটওয়ার্ক(LAN):
আমরা আমাদের দৈনন্দিন জীবনে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ব্যবহার করে থাকি। যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারসমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্কের কথা বলতে গেলে সবথেকে বেশি লোকাল এরিয়া নেটওয়ার্ক এর নাম আসে। এর ব্যবহার অনেক। ল্যান / LAN এর পূর্ণরূপ হলো – লোকাল এরিয়া নেটওয়ার্ক বা Local Area Network. লোকাল শব্দটির অর্থ স্থানীয়।
একারণে কোন একটি স্থানের কিছু ইলেকট্রনিক ডিভাইসকে একত্রিত করে গড়ে উঠা নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই ডিভাইসগুলো হতে পারে কিছু কম্পিউটার, কিছু ফোন বা কিছু প্রিন্টার।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক(WAN):
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান একটি সিস্টেম যেখানে বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু লোকাল এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একত্রে সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক হিসাবে কাজ করে। যখন একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মূলত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যথা: রাউটার, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেকশন এবং সিসিউরিটি পলিসি।
লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পার্থক্য:
আমরা আমাদের দৈনন্দিন জীবনে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ব্যবহার করে থাকি। লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। লোকাল এরিয়া নেটওয়ার্কে সর্বোচ্চ ১ কিলোমিটার দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যায়। অন্যদিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের তেমন কোন সীমাবদ্ধতা নেই।
২। লোকাল এরিয়া নেটওয়ার্কে কম্পিউটার সমূহ ফিজিক্যালি কো- এক্সিয়াল ক্যাবল বা Twisted pair এর সাথে সংযুক্ত থাকে। অন্যদিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কম্পিউটার সমূহ একে অপরের সাথে ফিজিক্যালি সংযুক্ত থাকে না।
৩। লোকাল এরিয়া নেটওয়ার্কে ডাটা error কম হয়। অন্যদিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ডাটা error বেশি হয়।
৪। ডাটা ট্রান্সমিশনের গতি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের (WAN) তুলনায় অনেক বেশি, সাধারণত ১ থেকে ১০০ এমবি.পি.এস। অন্যদিকে লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় গতি কম এবং গতি সাধারণতঃ ১৮০০ থেকে ৯৬০০ বি.পি.এস।
৫। লোকাল এরিয়া নেটওয়ার্ক ট্রান্সমিশন মিডিয়া হিসাবে কো- এক্সিয়াল ক্যাবল বা Twisted pair, অপটিক্যাল ফাইবার ইত্যাদি ব্যবহৃত হয়। অন্যদিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট সিস্টেম ব্যবহৃত হয়।
সূত্রঃ পার্থক্য