আব্দুল মালেক, উলিপুরঃ
ডাচ্-বাংলা ব্যাংকের সেবা এখন হাতের কাছেই। গ্রাম-বাংলার মানুষকে ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচালিত ‘ডাচ্-বাংলা ব্যাংক’ এজেন্ট অফিস উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা সদরে গতকাল বুধবার সকাল ১১ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ গেট সংলগ্ন এজেন্ট অফিসে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মজিবর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারি পুলিশ সুপার ‘বি সার্কেল’ মোঃ মনিরুজ্জামান, ডাচ বাংলা ব্যাংক রংপুর অঞ্চলের রিজোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদার রহমান বকুল, ভোরের কাগজ প্রতিবেদক (কুড়িগ্রাম) তৈয়বুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের উলিপুর এজেন্ট মোঃ মাহফুজার রহমান বুলেট প্রমূখ। উদ্বোধনী দিনে ফিক্সট ডিপোজিট, সঞ্চয়ীসহ প্রায় ৬২ টি হিসাব নম্বরের মাধ্যমে গ্রাহকগণ প্রায় ৪ লাখ টাকা জমা করেন।
উলিপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট অফিস উদ্বোধন
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.