|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মে ১০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ হাঁসের খামার গড়ে দিনবদলের স্বপ্ন দেখছেন ফুলবাড়ীর ৫ উদ্যোক্তা
ফুলবাড়ীতে নিজেদের হাত খরচের জমানো টাকা দিয়ে হাঁসের খামার গড়ে দিনবদলের স্বপ্ন দেখছেন পাঁচ উদ্যোক্তা। পাঁচ উদ্যোক্তার সকলেই নাওডাঙ্গা ইউনিয়নের ভারতের সীমান্তঘেঁষা বালাটাড়ি গ্রামের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি নিজেদের স্বনির্ভর হওয়ার এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন তারা।
https://www.ulipur.com/?p=24117
➤ রাজিবপুরে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ
মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উদ্বোধনী দিনে রাজীবপুর সদর ইউনিয়নের ১২৪২ জনের মধ্যে ১৫৭ জন উপকারভোগীকে ৩০ কেজি করে (তিন মাসের তিন বস্তা) চাল দেওয়া হয়।
https://www.ulipur.com/?p=24120