।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
আজ বুধবার (১০ মে) রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট রাসেল দিও, ইউপি সচিব নুর নবী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মুখপাত্র জোহা প্রমূখ।
মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উদ্বোধনী দিনে রাজীবপুর সদর ইউনিয়নের ১২৪২ জনের মধ্যে ১৫৭ জন উপকারভোগীকে ৩০ কেজি করে (তিন মাসের তিন বস্তা) চাল দেওয়া হয়।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/মে/১০/২৩