|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মে ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামের শিবলীর গোটা বাড়িই শিশুদের ছবি আঁকার পাঠশালা
কুড়িগ্রাম শহরের সরদার পাড়া এলাকায় গেলে দেখা মিলবে, শিল্প তরু নামের এই বাড়িটির। সাইনবোর্ডে লেখা ছবি আঁকা শেখানো হয়। ভেতরে গেলেই দেখা মিলবে বাড়ির একটি রুমে কার্পেটের ওপর বসে ছবি আঁকতে ব্যস্ত কোমলমতি শিশুদের। মাঝে বসে আছেন আর্টের শিক্ষক আশেক হাবিব শিবলী। শিশুরা আর্টের নানা উপকরণে প্রকৃতিসহ নানা বিষয়ের ছবি এঁকে নিয়ে যাচ্ছেন শিক্ষকের কাছে।
➤ পান চাষে স্বাবলম্বী উলিপুরের প্রায় ৩ শতাধিক চাষি
পান্ডুল ইউনিয়নের সাতঘড়িপাড়া, আপুয়ারখাতা, খামার, মহিষমুড়ি, কাগজীপাড়া, ঝাড়ভাঙা, পান্ডুলসহ অনেক গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন পানবরজ। আবাদি জমি কিছুটা উঁচু করে পান গাছ রোপণ করেছেন। চারার উপর বাঁশ ও খড়ের মাচা তৈরি করেছেন।
https://www.ulipur.com/?p=24103
➤ রাজারহাটে শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
রাজারহাটে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। কিশোরী ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ‘ধর্ষণ’ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার পরিবারের। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজারহাট থানায় মামলা করতে গেলে, ভুক্তভোগী শিক্ষার্থী সঙ্গে না থাকায় অভিযোগ নেয়নি পুলিশ।
https://www.ulipur.com/?p=24107