|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ০৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে আগুনে পুড়লো কৃষক পরিবারের স্বপ্ন
অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী দিনমজুরের নাম মজিবর রহমনের চারটি ঘর, ৬০মণ ধান, গরু একটি, ছাগল চারটি, হাঁস মুরগী এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক পরিবার। এঘটনায় কৃষকের ছেলের বৌ আন্জু আরা রান্না ঘরে থাকায় শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়।
https://www.ulipur.com/?p=24075
➤ কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী পালন
কুড়িগ্রামে দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের বটতলায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
https://www.ulipur.com/?p=24079
➤ চিলমারীর একটি মাদ্রাসায় অরণ্যের বৃক্ষরোপণ
“একটি করে গাছ লাগাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” স্লোগানে সোমবার (০৮ মে) সকাল ১১ টায় চিলমারীর পাত্রখাতা দারুল এখলাস মাদ্রাসায় ৫০ টি বৃক্ষ রোপণ করে পরিবেশবাদী সংগঠন। এ সময় আম, জাম,কাঁঠাল, নিম ও নটকো গাছ রোপণ করা হয় ।
https://www.ulipur.com/?p=24089
➤ চিলমারীতে এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহ, আটক ৩
আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান বলেন, মুচলেকা নিয়ে ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক মো. সোলাইমান গনি, গাবেরতল এলাকার রাকিব হোসেন ও একই এলাকার মাসুদ রানা।
https://www.ulipur.com/?p=24082
➤ উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
জানা গেছে, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজেন ও সাইট সের্ভাসের সহযোগিতায় ধামেশ্রনী ইউনিয়নে রামকৃষ্ণ আশ্রম চত্বরে চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। এ সময় ১১৫ জন রোগীকে সেবা দেয়া হয়। এরমধ্যে ১৬ জনের ছানি অপারেশন ও ৯৯জন চক্ষু রোগীকে ফ্রি ওষুধ ও কালো চমশা দেয়া হয়।
https://www.ulipur.com/?p=24093