।। নিউজ ডেস্ক ।।
“একটি করে গাছ লাগাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” স্লোগানে সোমবার (০৮ মে) সকাল ১১ টায় চিলমারীর পাত্রখাতা দারুল এখলাস মাদ্রাসায় ৫০ টি বৃক্ষ রোপণ করে পরিবেশবাদী সংগঠন। এ সময় আম, জাম,কাঁঠাল, নিম ও নটকো গাছ রোপণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন আত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ওমর ফারুক, অরণ্যের উপদেষ্টা মো: নুর আমিন, অরণ্যের সাধারন- সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম জুহান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সেনামুল ইসলাম ও সাদেকুল ইসলাম ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় অরণ্যের উপদেষ্ঠা বলেন, গাছ লাগানো একটি আন্দোলন। আমাদের দেশে বৃক্ষরোপনের চেয়ে বৃক্ষনিধন হচ্ছে বেশি। তাই আমাদের সবাইকে এই আন্দোলনের সাথে থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করতে হবে। পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। উন্নয়নের নামে বৃক্ষ নিধন, পাহাড় কাটা, বনভূমি উজাড় ও প্রাকৃতিক জলাশয় ভরাটের মতো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে