।। উপজেলা প্রতিনিধি ।।
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষায় অতিরিক্ত প্রশ্নপত্র হাতে থাকায় এবং নকল সরবরাহের অভিযোগে চিলমারীতে মাদ্রাসার এক অফিস সহায়কসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় কেন্দ্র সচিব ওই অফিস সহায়ককে অব্যাহতি দিয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান বলেন, মুচলেকা নিয়ে ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক মো. সোলাইমান গনি, গাবেরতল এলাকার রাকিব হোসেন ও একই এলাকার মাসুদ রানা।
জানা গেছে, সোমবার (০৮ মে) রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসায় কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের অধিনে আকাঈদ ফিকাহ্ পরিক্ষা চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরিক্ষা চলাকালীন সময়ে বাহিরে থেকে বহিরাগত দুই জন নকল সরবরাহের সময় দায়িত্বরত পুলিশ হাতে নাতে আটক করে। অপরদিকে ওই মাদ্রাসার অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের ভিতরে থাকায় তাকেও আটক করে পুলিশ।
এদিকে ওই মাদ্রাসায় অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্ন পত্র থাকার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম জানান, অফিস সহায়ক মো. সোলাইমান গনির হাতে প্রশ্নপত্র থাকায় তাকে আটক করে। তবে অফিস সহায়কের হাতে প্রশ্নপত্র হাতে থাকার নিয়ম নেই।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, কিভাবে অফিস সহায়কের হাতে প্রশ্ন পত্র গেলো সেটা জানা নেই। এঘটনায় অফিস সহায়ককে পরিক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক মুশাহেদ খান বলেন, প্রথম বারের মতো এমন ভূল করায় ইউএনও স্যারের সাথে কথা বলে ওই তিনজনকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব এর জিম্মায় দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, পুলিশকে মুচলেকা নিয়ে ওই তিনজনকে ছেড়ে দিতে বলা হয়েছে।
//নিউজ/চিলমারী//সোহেল/মে/০৮/২৩