।। জেলা প্রতিনিধি ।।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রগাঢ় বন্ধনে রোববার (৭ মে) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সম্প্রীতি সভায় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে জেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় প্রায় প্রতিদিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিট অফিসারগণ তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সামাজিক সম্প্রীতি সভাসহ, গুজব রোধে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সামনে আমাদের কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মসজিদ মন্দিরে নামাজ/উপাসনার সময় সামাজিক সম্প্রীতি বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। কুড়িগ্রাম জেলায় যদি কেউ জাতির পিতার লালিত অসাম্প্রদায়িক বাংলাদেশ, সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোন অপচেষ্টা করে বা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, সে যেই হোক না কেনো তাদের কঠোর হস্তে দমন করা হবে, কঠিনতম আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রামে কোন অপরাধ আনডিটেকটেড থাকেনি, আগামীতেও থাকবে না। এছাড়াও পুলিশ সুপার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কুড়িগ্রাম জেলার সকল ধর্মালম্বী নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, বীর প্রতীক আব্দুল হাই সরকার, এনএসআই এর ডিডি আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, পূজা উদযাপন কমিটির সভাপতি রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানা লাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বখ্ত, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্ত্তী, রেড ক্রিসেন্টের সভাপতি আক্তার হোসেন চিনু, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ ও উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
//নিউজ/কুড়িগ্রাম//জাহিদ/মে/০৭/২৩