।। উপজেলা প্রতিনিধি ।।
রৌমারীতে চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় রৌমারী থানা পুলিশ শুক্রবার (৫ মে) অভিযান পরিচালনা করে রৌমারীর সায়দাবাদ এলাকায় জনৈক মাইদুল ইসলামের ভাঙ্গারীর দোকান থেকে চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার করে।
পুলিশ জানায়, রৌমারীর মাস্টারপাড়ার মহির বাদশা নামের এক ব্যক্তির অটো চার্জার ভ্যান চুরি হয়। পরে রৌমারী থানা পুলিশ শুক্রবার (৫ মে) অভিযান পরিচালনা করে রৌমারীর সায়দাবাদ এলাকায় জনৈক মাইদুল ইসলামের ভাঙ্গারীর দোকান থেকে চুরি যাওয়া অটো চার্জার ভ্যানসহ মোহাম্মদ শাহিন আলম (২০) ও মোঃ মোকছেদুল নামের দুই চোরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে অটোর মালিক মোঃ মহির মিয়া বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করেন। আটক চোরদের দেওয়া তথ্যমতে রাতে অভিযান পরিচালনা করে ডাংগুয়া পাড়া হতে চুরির ঘটনায় জড়িত আইনের সহিত সংঘাতে জড়িত মোহাম্মদ শবেবরাত ওরফে ঝন্টু মিয়া(১৫) কে গ্রেপ্তার করা হয়।
তারা জানায়, চুরি করা ইজিবাইকের পাঁচটি ব্যাটারি জামালপুর থানাধীন বকশীগঞ্জ এলাকায় একটি দোকানে ৩৫ হাজার টাকায় বিক্রয় করেছে। আটক আসামী মোঃ শাহীন আলমকে সাথে নিয়া শনিবার (৬ মে) অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা এলাকার মালিবাগ মোড়ের উত্তর পাশে অবস্থিত মোঃ সোহাগ মিয়া (৩০)’র সোহাগ ব্যাটারি হাউস নামক দোকান থেকে চোরাই ব্যাটারি উদ্ধারসহ চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৭ মে) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক আসামীগন দীর্ঘদিন থেকে এসব চুরি কারবারির সাথে জড়িত। এদের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
//নিউজ/রৌমারী//জাহিদ/মে/০৭/২৩