।। নিউজ ডেস্ক ।।
“আমরা পথ থেকে পথে চলি শুধু, ধুসর বছর থেকে ধুসর বছরে” এই এ স্লোগানকে ধারণ করে উলিপুরে সপ্তাহব্যাপী ২০তম বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। বুধবার (০৩ মে) রাত ৯টায় সামাজিক সংগঠন সুপান্থ’র আয়োজনে উলিপুর সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, সুপান্থের উপদেষ্টা পরিষদের সদস্য রফিক উজ জ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান, ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পঞ্চু প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আতশবাজি ও ফানুস উড়িয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ। এ ছাড়াও মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সন্ধ্যায় জারি-সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির আসর। এ মেলা চলবে আগামী ৯মে পর্যন্ত।
//নিউজ//উলিপুর//মালেক/মে/০৪/২৩