সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ গড়ার শপথ নিলেন উলিপুর পৌরসভার ৬ মেয়র প্রার্থী।
উলিপুরে ৬ মেয়র প্রার্থী একই মঞ্চে উঠে পৌরসভাকে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমূক্ত করার শপথ নিলেন। উলিপুর পৌরসভা নির্বাচন ২০১৫ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষে সৎ, যোগ্য ও জণকল্যানে প্রার্থী নির্বাচনে আহবান জানিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক উলিপুর উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে গত শনিবার বিকাল ৪টায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মেয়র প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুজন উলিপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে ৬ জন মেয়র প্রার্থী হাতে হাত মিলিয়ে উলিপুর পৌরসভাকে দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমূক্ত করার ঘোষনা দেন। এছাড়া শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠান, আইন শৃঙ্খলা অবনতি না ঘটা, পৌরসভার উন্নয়নে এক হয়ে কাজ করা এবং নির্বাচনে পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে সহযোগীতা করার শপথ নেন। এরপর প্রশ্নোত্তর পর্বে প্রার্থীরা বিভিন্ন ভোটারের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে উপস্থিত মেয়র প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজাদুর রহমান তালুকদার (সাজু), আওয়ামী লীগের আব্দুল হামিদ সরকার, বিএনপি’র তারিক আবু আলা চৌধুরী, জাতীয় পাটির এ.কে.এম শফিকুল ইসলাম, জেপি’র মোঃ মোজাম্মেল হক মানিক, ইসলামি আন্দোলনের মোঃ জাহাঙ্গীল আলম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দীলিপ সরকার ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে।