।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটের সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেফতার হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষায় এ ঘটনা ঘটে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম সুমন রহমান (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিমুদ্দিনের ছেলে। তিনি ভোকেশনাল শাখার এক শিক্ষার্থীর (১৬) হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই শিক্ষার্থীর বাড়িও একই গ্রামে।
ইউএনও জানান, পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব বাদী হয়ে ওই যুবকসহ আইনের সাথে সংঘাতে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অভিযুক্ত করে মামলা করেছেন।
//নিউজ//রাজারহাট//চন্দন/এপ্রিল/৩০/২৩