সুজন মোহন্ত, উলিপুরঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজো সুনামের সাথে কাজ করে যাচ্ছে উলিপুর ডিগ্রি মহিলা কলেজ। কলেজটিতে মেয়েরা প্রতি বছর এখানে সুনামের সাথে উচ্চশিক্ষা গ্রহন করছে। উলিপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা তৎকালীন ব্যবসায়ী মরহুম আব্দুর রউফ সরদার ১৭৮ জন মেয়েকে নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে কলেজটি প্রতিষ্ঠা করেন। সেই সময় কলেজের প্রধান অধ্যক্ষ্য এম এ মতিন। বর্তমানে অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করছেন দেবব্রত রায়। বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ১৪০০।
কলেজটির মোট ভবন রয়েছে ৪টি। এর মধ্যে ২টি পাকা ও ২টি টিনশেড। বর্তমানে কলেজটিতে ৪৬ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে শিক্ষক ৩৮ জন ও শিক্ষিকা ০৮ জন। কলেজটিতে রয়েছে মোট ৩৮টি কক্ষ। এছাড়াও রয়েছে ১টি লাইব্রেরী, ৩টি গবেষনাগার, ১টি কমন রুম, ২টি বাথরুম, ১টি টিচার কমন রুম, ১টি অফিস কক্ষ, ১টি কম্পিউটার রুম ইত্যাদি। কলেজটিতে ডিগ্রির পাশাপাশি আগামী বছর থেকে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস এই ৩টি বিষয়ে অনার্স কোস চালু হতে যাচ্ছে।
কলেজটিতে যেকোন তথ্য জানানো বা জানতে পারবেন হটলাইন নম্বর ও ওয়েবসাইট থেকে।
হটলাইনঃ ০৫৮২৯৫৬২৬৭
ওয়েবসাইটঃ www.umdc.edu.bd