।। টেক ডেস্ক ।।
অফিস কিংবা ফরমাল কাজের ক্ষেত্রে ইমেইল পাঠাতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম হলো জিমেইল। এই অনলাইন প্ল্যাটফর্মটি বর্তমানে প্রায় সবাই কম-বেশি ব্যবহার করে থাকেন। তাই অধিকাংশ সময় অপ্রয়োজনীয় ইমেইলের সংখ্যা বেশি হলে প্রয়োজনীয় ইমেইলগুলো ইনবক্সে খুঁজে পেতে অনেক সময়ের অপচয় হয় । তবে জিমেইলের লেবেল সুবিধা কাজ লাগিয়ে চাইলেই প্রয়োজনীয় ইমেইলগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব। তবে এ সুবিধা শুধু কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে।
জিমেইলে ফোল্ডার তৈরি করে ইমেইল সাজিয়ে রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক—
➤ প্রথমে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে
➤ এরপর ইনবক্সের নিচে মোর অপশনে ক্লিক করতে হবে
➤ এবার একেবারে নিচে থাকা ক্রিয়েট নিউ লেবেল অপশনে ক্লিক করলেই একটি বক্স দেখা যাবে
➤ এরপর লেবেলের নাম লিখে নতুন লেবেল তৈরি করতে হবে
➤ এবার জিমেইলের ইনবক্স থেকে এক বা একাধিক ইমেইল নির্বাচন করে ওপরে থাকা লেবেল আইকনে ক্লিক করে লেবেল ফোল্ডারের নাম নির্বাচন করতে হবে
➤ এরপর ইনবক্স অপশনের একেবারে নিচে থাকা লেবেল ফোল্ডারে প্রবেশ করলেই নির্বাচিত ই-মেইলগুলো দেখা যাবে।