|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন
দু’দিন ব্যাপী অনুষ্ঠানে এ আয়োজনে রয়েছে র্যালি, আলোচনাসভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্শন, র্যাফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
➤ চিলমারীতে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ
চিলমারীতে চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রমনা মডেল ইউনিয়নের ভট্টপাড়া এলাকার কৃষক মানিক মিয়ার জমির ধান কেটে দেন তারা।
➤ ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন, রাতে আধাপাকা ধান কাটছে কৃষকরা
আবারও ভাঙন আতঙ্কে দিন পার করছেন উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ে বাসিন্দারা। তীব্র ভাঙনের কবলে পড়েছে কৃষকদের আধাপাকা ধানের শত শত বিঘা ফসলি জমি। কোনো উপায় না পেয়ে কৃষকরা দিনে রাতে জমির আধাপাকা ধান কাটছেন।