সুজন মোহন্ত, উলিপুরঃ
কুড়িগ্রাম জেলা শহর থেকে ৭ কি.মি রাস্তা পেরোলেই উত্তরে উলিপুর উপজেলা । আর এই উপজেলার প্রবেশ মুখেই পড়বে দুর্গাপুর নামক ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা গ্রহনের একমাত্র প্রতিষ্ঠান পাঁচপীর ডিগ্রি কলেজ। এরই মধ্যে কলেজটি শিক্ষার্থী আর অভিভাবকদের কাছে বেশ সুনাম অর্জন করেছে। পাঁচপীর ডিগ্রি কলেজে বর্তমানে ১৫৯৯ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। এর মধ্যে ছাত্রসংখ্যা ৯৫৭ জন ও ছাত্রীসংখ্যা ৬৪২ জন।
উলিপুরের এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালের পহেলা জুলাইয়ে । তখন এই কলেজটি প্রতিষ্ঠা করেন দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সরকার। কলেজটিতে মোট কক্ষ রয়েছে ২৪টি। এর মধ্যে লাইব্রেরী ১টি, ছাত্র ও ছাত্রীদের জন্য কমনরুম ২টি, সাইন্স ল্যাব ১টি, কম্পিউটার রুম ১টি , অফিস কক্ষ ১টি, অধ্যক্ষ্যের রুম ১টি ও শিক্ষক মিলনায়তন ১টি। কলেজটিতে মোট ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করাচ্ছেন। এর মধ্যে শিক্ষক ৩৫ জন ও শিক্ষিকা ০৪ জন।
কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান অব্দি অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করছেন মোঃ নুরুল আমিন সরকার। শিক্ষার্থী ও অভিভাবকদের যোগাযোগের জন্য কলেজে চালু রয়েছে হটলাইন নম্বর। হট লাইন নম্বরঃ ০১৭১৪৬২৭০৫৭
এলাকাবাসীর আশা কলেজটি উত্তরোত্তর সুনামের সাথে এগিয়ে যাবে। এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করলে এলাকার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।