|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, এপ্রিল ২৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ১ জন, সিআর ওয়াররেন্ট ৩ জন, নিয়মিত মামলায় ২২ জন. এবং সাজা পরোয়ানা মূলে আরও ৩ জনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২৯ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
➤ চিলমারীতে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে চিলমারীর রমনা বটমূলে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার সভাপতি নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। আলোচনা শেষে ১১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
➤ চিলমারী নৌরুটে পূর্ব ঘোষণা ছারাই দ্বিগুণ ভাড়া আদায়
সোমবার (২৪ এপ্রিল) চিলমারী নৌ বন্দরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া গেছে। কোনও যাত্রী প্রতিবাদ করলে তার টাকা ফেরত দিয়ে ভ্রমণে বাধা দেওয়ার ঘটনা ঘটতেও দেখা গেছে। যাত্রীরা বলছেন, গত কয়েকদিন ধরে এভাবে বাড়তি ভাড়া আদায় করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করতে দেয়া যায়নি।