|| নিউজ ডেস্ক ||
আজ বৃসপতিবার, এপ্রিল ২০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুদিন পর মাদরাসার কক্ষে মিললো শিক্ষকের মরদেহ
আবু তালেব একই ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ও কুটি তামিরুল উম্মাহ নুরানি মাদরাসার শিক্ষক। মঙ্গলবার (১৮ এপ্রিল) ফজর নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
➤ উলিপুরে দুস্থ পরিবারে পৌর কাউন্সিলরের ঈদ উপহার বিতরণ
উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২’শ অসহায়, হতদরিদ্র, দুস্থ, খেটে-খাওয়া, নিম্নআয় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় নারিকেল বাড়ী বকুলতলা বাজারে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু’র ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও গুড়ো দুধ ১’শ গ্রাম বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রামে ঈদ উপলক্ষে বরাদ্দ ১০ কেজি চালের সুবিধাভোগীরা পাচ্ছেন ৮ কেজি
‘আমরা এক সাথে ১০ জন চাউল নিয়া আসছি। বাড়ি আনি মাপি দেখি ৮ কেজি করি চাউল দিছে। গরিবের চাউলো চোর করে। কাক বিচার দিমো।’ ঈদ উপলক্ষে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল কম পেয়ে এভাবে বলেন জরিনা। জরিনার বাড়ি কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামে।
https://www.ulipur.com/?p=23848
➤ অন্যের আনন্দের মধ্যে সুখ খোঁজেন চিলমারীর দর্জিরা
ঈদের দিন সকাল পর্যন্ত কাজ করতে হওয়ায় নতুন পোশাকতো দূরের কথা ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারেন না অনেক শ্রমিকরা। উপজেলা সদরের বিভিন্ন পোশাক তৈরি কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য।
https://www.ulipur.com/?p=23853