|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, এপ্রিল ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে ২ শতাধিক কৃষকের মাঝে শুভসংঘের ঈদ উপহার বিতরণ ও মতবিনিময়সভা
বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে দুই শতাধিক কৃষকদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের উপহারসামগ্রী মধ্যে এক কেজি চাল, এক কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা, এক লিটার তেল, দুই প্যাকেট গুড়া দুধ, এক প্যাকেট সেমাই, সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, একটা গামছা।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামের এনামুল হকের শিশু কন্যা আরশি খাতুন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পরে ডুবে যায়।
➤ কুড়িগ্রামে ঈদ উপলক্ষে চরবাসীদের সংস্থার উদ্যোগে উপহার সামগ্রী প্রদান
বুধবার (১৯ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ঘনেশ্যামপুরে বেগম হেলালী খানম প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবরামের সবুজপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে সুবিধাবঞ্চিত মোট ১৫০টি দুঃস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য ছিল ৩ কেজি আতপ চাল, ১ কেজি বুট ডাল, ৫০০গ্রাম লাচ্চা সেমাই, ৫০০মিলি সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং দেড় কেজি ব্রয়লার মুরগীর মাংস বাবদ ৩০০টাকা ও মসলা বাবদ ১০০টাকা মোট ৪০০টাকা।