জরীফ উদ্দীন, উলিপুরঃ
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানযায়গীর ঈদগাহ মাঠের পশ্চিমের ক্যানেলের উপর আজও নির্মিত হয়নি কোন কালভার্ট কিংবা ব্রীজ। এলাকাবাসী নিজ অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে আসছে দীর্ঘদিন থেকে। একাধিকবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়া সত্ত্বেও নজরে আসছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ক্যানেল খনন করার পর মিনা বাজার ও জানযায়গীর এলাকা দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। যা আজও মিলিত হয়নি। এই সাঁকোটির উপর দিয়ে হাজার মানুষসহ শত শত স্কুল শিক্ষার্থী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে আসছে। তাছাড়া গ্রামের কৃষকেরা ধানের ভাঁড়, গরু, ছাগল ও ভেড়া নিয়ে কষ্ট করে সাঁকো পাড়ি দেয়। অনেক সময় ছাগল ও ভেড়া পানিতে পড়ে যায়। এলাকাবাসী লাল মিয়া, আঃ ওহাব, মাহাবুব, সিরাজুল, একরামুল, মাহাফুজ ও সাইফুলের সাথে কথা বলে জানতে পারি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ভোটের আগে ব্রীজ তৈরির জন্য এই মাঠে শপথ করে গেলেও তারা তা পূরণ করেনি এই দীর্ঘ সময়েও। উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বারবার অবহিত করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, গত উপজেলা পরিষদের মিটিং হলো তালিকা দেওয়া আছে। খুব তাড়াতাড়ি ব্রীজটি হবে। এ সম্পর্কে এল.জি.ই.ডি প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়ালের সঙ্গে কথা বললে তিনি জানান, এটি এল. জি. ই. ডি থেকে করবে, এরকম ব্রীজ করার অর্থ উপজেলা পরিষদের নাই। এল. জি. ই. ডি-এর প্রধান কার্যালয়ে প্রেরণ করলে এটি বাস্তবায়ন হবে।
আজ এলাকাবাসীর দাবি, অতিদ্রুত এই ব্রীজটি নির্মাণ করে এলাকাবাসীসহ আশেপাশের জনগণের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।