|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ অসাবধানতায় নিজের গুলিতে নিরাপত্তা কর্মী আহত
ডাচ বাংলা ব্যাংকের বুথের জন্য টাকা আনার পথে মো. শিমুল তার সাথে থাকা মো. রায়হান নামের আরেক নিরাপত্তা কর্মীর সাথে কথা বলা এক পর্যায়ে হাসি-ঠাট্টার সময় অসাবধানতাবশত গুলি ছুড়লে গুলি তার নিজের কোমরে গিয়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
➤ উলিপুরে সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় আক্রান্ত ২৪ ও ১ কিশোরের মৃত্যু
সোমবার (১৭এপ্রিল) রাত থেকেই সোহেল অসুস্থ্য ছিল। কি কারনে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা আমরা জানি না। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেশি অসুস্থ্য হলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
➤ উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের বেকারি খাদ্যদ্রব্য
মিনার বাজারে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সিদ্দিকুল ইসলামের রয়েছে বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী। তবকপুর ইউনিয়নের মধ্যবামনা ছড়া এলাকায় ভাই ভাই স্টার ফুড ফ্যাক্টরীত। ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী রেল লাইন সংলগ্ন বগুড়া বেকারি নিম্নমানের ময়দা দিয়ে বিস্কুট, রুটি, কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তৈরি করছেন। রুটি, কেক ও বিস্কুটের সাদা প্লাস্টিকের প্যাকেটে নেই কোন লেখা। মূল্য, ওজন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এসব খাদ্যের মধ্যে মেশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক ‘সাল্টু’।