।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ‘কৃষক বাঁচাও – দেশ বাঁচাও’ স্লোগানকে ধারণ করে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে মসজিদুল হুদা মোড়ে উলিপুর কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
বিভিন্ন বক্তারা বলেন, সরকার কোনো রকমের কারণ ছাড়াই সরকারি আমলাদের বেতন ভাতা বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মেরে সারের দাম বৃদ্ধি করেছে। বক্তারা আরও বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যে পরিমান সংকট দেখানো হয়েছে এটি কোনো কারণ হতে পারে না। অতি দ্রুতই সারের দাম কমানোসহ কৃষকের উপর সকল প্রকার জুলুম প্রত্যাহারের দাবী জানান।
//নিউজ/উলিপুর//জাহিদ/এপ্রিল/১৫/২৩