।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া। হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ ৯১ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৯১০ মেঃ টন চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবু ইসলাম, ইউপি সদস্য আব্দুল লতিফ, ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উলিপুরের ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ২শ ৩৪ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।
//নিউজ/উলিপুর//চন্দন/এপ্রিল/১৪/২৩