।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৮ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের শালমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, এলাকার ফাঁকা জমিতে টাকার বিনিময়ে ডাবু দিয়ে জুয়া খেলা অবস্থায় নাগেশ্বরী থানার ভবানন্দেরকুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), বাহারবন্দ এলাকার মোঃ হাসেন আলী (৪৭), কালীগঞ্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮) মোঃ যাদু মিয়া (৪২), মন্নেয়ারপাড় এলাকার মোঃ মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মোঃ সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মোঃ আলতাফ হোসেন (৪৭)কে জুয়া খেলার সময় জুয়া খেলার নগদ-৬৫,৬১০/-টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কমলা ও বেগুনী রংয়ের ছামিয়ানা, ১ টি ফর, যাহার উপর ঝান্ডি, মুন্ডি, রুইতন, হরতন, চিরাতন, রিক্সাবন অঙ্কন আছে, দুইটি মটরসাইকেলের ব্যাটারী যার মধ্যে ১ টি লুকাস ১২ ভোল্ট এবং একটি ম্যানটেনেন্স ফ্রি ১২ ভোল্ট, ১ টি এলইডি বাল্ব, বৈদ্যুতিক তার ১৫ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ও অফলাইন জুয়ারুদের গ্রেফতার করা হচ্ছে।
//নিউজ/নাগেশ্বরী//জাহিদ/এপ্রিল/১১/২৩