|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, এপ্রিল ১০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রতিদিন বিরিয়ানি দিয়ে ইফতার করেন ৪০০ অসহায় মানুষ
আট বছর ধরে প্রতি রমজান মাস জুড়ে পথচারী ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে কুড়িগ্রামের ‘মেঠোজন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এখানে ইফতারি হিসেবে বিতরণ করা হয় মাংসসহ প্যাকেট করা বিরিয়ানি। প্রতিদিন সাধ্য অনুযায়ী ৩০০ থেকে ৪০০ জন মানুষের মধ্যে বিতরণ করা হয় এই ইফতারি প্যাকেট।
➤ অপ্রতিরোধ্য কুড়িগ্রামের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্য মূল্যের জনতার হাট বাজার
রবিবার (০৯ এপ্রিল) বিকালে শুরু হওয়া জনতার হাট বাজারে গিয়ে দেখা যোয়, সময় গড়ার সাথে সাথে ধীরে ধীরে ক্রেতাদের আগমন ঘটতে শুরু করেছে। দোকানের সামনে থাকা বাজার মূল্য দেখে অনেকে আগ্রহ ভরে জিনিস কিনে নিচ্ছেন। মধ্যবিত্তদের সাথে নিম্নবিত্ত মানুষও ক্রয় মূল্য যাচাই করে জিনিস কিনছেন।
https://www.ulipur.com/?p=23665
➤ কুড়িগ্রাম সদরে অগ্নিকাণ্ডে তিন কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
প্রত্যক্ষদর্শী ও একই গ্রামের বাসিন্দা আলী নুর রহমান জানান, রাত সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগে মুহূর্তেই ওই কৃষকদের বসতবাড়ির ঘরগুলো পুড়ে যায়। ঘরের ধান, চাল, পোশাক ও আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
https://www.ulipur.com/?p=23658
➤ বিভিন্ন চপ বিক্রি করেই স্বাবলম্বী কুড়িগ্রামের আফেলা বেগম
জানা গেছে, কুড়িগ্রাম পৌর এলাকার ২ নং ওয়ার্ডের গুয়াতি পাড়া-খান পাড়া গ্রামের তিন রাস্তা মোড়ে ৩০ বছর ধরে ছোট্ট একটি টিনের চালা দিয়ে এই দোকানে বাহারি খাবার বিক্রি করেন আফেলা বেগম (৪৫)। তার স্বামী ইলিয়াছ চালাতেন এই দোকান। পাশে একটি স্কুল থাকায় শিক্ষার্থীদের কাছে চকলেট, আচার, পাপর ভাজা, আলুর দম, বাদাম, বিস্কুট বিক্রি করতো ইলিয়াছ মিয়া। আফেলা বেগম স্ত্রী হয়ে আসার পরেই স্বামীর সাথে দোকানে সহযোগিতা শুরু করে।
https://www.ulipur.com/?p=23643