।। উপজেলা প্রতিনিধি ।।
ভূমিদস্যুর কর্তৃক নির্যাতিত এবং প্রতারিত হয়ে প্রশাসনের সহযোগীতা পাচ্ছেন না দাবি করে শুক্রবার (০৭ এপ্রিল) সকলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগিরা। ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারসহ হামলাকারীদের শাস্তিরও দাবি জানান তারা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জাহাঙ্গির আলম গং এর জমি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাদের দলবল জমি দখলসহ আব্দুল আজিজ গংদের উচ্ছেদ করে দেয়। লিখিত বক্তব্যে আব্দুল আজিজ বলেন, শাখাহাতি মৌজার খতিয়ান নং ৪৩১ এবং ৭৯ এর প্রায় ১১৩ একর জমির সিএস ও এসএ মূলে আমরা মালিক। আমাদের নিকট থেকে রফিকুল, আব্দুল জলিলসহ কয়েকজন বন্ধক ও লিজের মাধ্যমে চাষাবাদ করে আমাদের ফসলের ভাগ দিয়া আসছিল। কিন্তু আমিনুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতার জোরে আমাদের জমি থেকে উচ্ছেদ করে দেয়। এবং চেয়ারম্যানের ভাই আঙ্গুর মেম্বার উক্ত বর্গা চাষীদেরকে অগ্রিম সুদে টাকা দিয়ে ভুট্টা ও অন্যান্য ফসল কেড়ে নেয়।
এছাড়াও বুধবার (৫ এপ্রিল) সকালে আমাদের খতিয়ান ভুক্ত জমিতে অনধিকার প্রবেশ করে আমাদের ঘরবাড়ি ভাংচুর করে এবং আমাদের লোকজনকে মারধর করে। এবিষয় নিয়ে থানা পুলিশের সহযোগীতা চাইলে তারা কোন প্রকার সহযোগীতা প্রদান করে না। তাই তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানান, ভুক্তভুগিরা।
আনিত অভিযোগ অস্বীকার করে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিষয়টি বিচারাধীন রয়েছে এবং দলিল মুলে প্রকৃত মালিকরাই জমি পাবে।
আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল জানিয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, পুলিশ সবসময় ন্যায়ের পক্ষেই কাজ করে, তাই ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ//চিলমারী//সোহেল/এপ্রিল/০৮/২৩