।। নিউজ ডেস্ক ।।
পাসপোর্ট অফিস ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের কাছে অর্থ আদায় করে প্রতারণার অভিযোগে রঞ্জু মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতার রঞ্জু সদরের প্রাণি সম্পদ হাসপাতালের পিছনে বালাটারি গ্রামের বাসিন্দা। সে মাদকাসক্ত। তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো.শাহরিয়ার জানান, আদালতে মামলার বিষয়ে কাজে আসা সদরের উত্তর কুমরপুর এলাকার নুর ইসলাম ভোলা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে নুর ইসলামকে মামলার রায় নিয়ে দেবে বলে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। নিজেকে বাঁচাতে রঞ্জু মিয়া মাস্ক পড়ে চলাফেরা করতো যাতে সহজে কেউ তাকে চিনতে না পারে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
//নিউজ//কুড়িগ্রাম//চন্দন/এপ্রিল/০৮/২৩