।। নিউজ ডেস্ক ।।
ছেলের ঔষধ আনা হলো না বাবার। ঘাতক ট্রাক্টর কেড়ে নিল শিক্ষক আব্দুর রহমান রাজুর প্রাণ। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় জেলার উলিপুরের ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রামের মজাহার আলীর ছেলে ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহমান রাজু (৪৮) কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই এলাকায় ছেলের হোমিও ওষুধ আনার জন্য যান। ফেরার সময় রংপুর-কুড়িগ্রাম সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় পৌঁছালে আরেক মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যান তিনি। এ সময় বালু ভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাজুর স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে আসে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
//নিউজ//কুড়িগ্রাম//মালেক/এপ্রিল/০৭/২৩