।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ৩০ বোতল বিদেশি মদসহ মোঃ জাহিদুল ইসলাম(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক জাহিদুল প্রত্যন্ত চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকার মৃত মোন্নাফ আলীর পুত্র।
জানা গেছে, বুধবার (৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে ৩০ বোতল বিদেশি অফিসার চয়েস মদসহ তাকে আটক করা হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
//নিউজ/উলিপুর//জাহিদ/এপ্রিল/০৫/২৩