|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭
গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, উলিপুর ১, সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ২, নিয়মিত মামলায় কুড়িগ্রাম ২, উলিপুর ৬, নাগেশ্বরী ৩, ফুলবাড়ি ২, কচাকাটা ৯ ও ১৫১ ধারায় ফুলবাড়ীতে ১জন সহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=23459
➤ ফুলবাড়ীতে শ্বাশুড়ির সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
বুধবার (২৯ মার্চ) মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ী বেড়াতে যাওয়ার জন্য শ্বাশুড়িকে বলেন। কিন্তু শ্বাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ- শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য রিপন ঘুম থেকে ওঠে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে।
https://www.ulipur.com/?p=23457
➤ কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে মিলছে স্বল্পমূল্যের মাছ ও মাংস
পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী স্বল্পমূল্যে মাছ ও মাংস বিক্রির উদ্যোগে নিয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক। বর্তমানে প্রতি কেজি মাছ ৮০ টাকা ও গরুর মাংস ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহায়তায় জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় স্বল্প আয়ের মানুষরে জন্য পর্যায়ক্রমে এই বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।
https://www.ulipur.com/?p=23465
➤ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৈকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম শুরু উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ উপলক্ষে কুড়িগ্রাম ডক্টরস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মুর্শেদ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ, বিএমএ’র সভাপতি ডা. নাসির উদ্দিন প্রমুখ।
https://www.ulipur.com/?p=23468
➤ উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৃজনশীল মেধা বিকাশের নিমিত্তে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (মার্চ ৩০) দুপুরে আমিন ফরিদা শামীম সোসাইটি’র (এএফএসএস) আয়োজনে, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আমিন ফরিদা শামীম সোসাইটি চেয়ারম্যান মোঃ শামীম আখতার আমিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ বাদশা আলম, গুনাইগাছ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক যতীন্দ্রনাথ বর্মন, নাজিম খান স্কুল এন্ড কলেজের প্রদর্শক মুনিবুর রহমান সরদার ও গুনাইগাছ ইউনিয়নের কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পুষ্পজিত চন্দ্র বর্মন।