।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আমরা ফেসবুকে নানা তথ্য শেয়ার করে থাকি। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। তবে আপনি কি জানেন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হাতিয়ে নিচ্ছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে এই নাম্বারগুলো নিজের দখলে নিচ্ছে ফেসবুক। তবে চাইলেই সেটি বন্ধ করতে পারবেন কিছু উপায় অনুসরণের মাধ্যমে।
তাহলে চলুন জেনে নিই কিভাবে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করবেনঃ-
➤ প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
➤ এরপর মেনু আইকনে ≡ (উপরে থাকা আপনার ছবিতে) ট্যাপ করুন এবং স্ক্রল করে নিচে আসুন।
➤ এবার সেটিংসে ট্যাপ করুন।
➤ প্রোফাইল সেটিংসে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন।
➤ মিডিয়া এন্ড কন্ট্যাক্টে ট্যাপ করে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট আপলোড এনাবল করে দিন।