|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উন্মুক্ত হলো রাজারহাটের চাকিরপশার নদ
সুপ্রিম কোর্টের আদেশের প্রতিপালন, চাকিরপশার নদের স্বাভাবিক প্রবাহ সচল রাখা, জলাবদ্ধতার হাত থেকে কৃষকদের রক্ষা করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের পেশাগত স্বার্থ রক্ষা সংক্রান্ত জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য তিস্তা নদীর উপনদী চাকিরপশার ১৪১ দশমিক ২৯ একর আয়তনের অংশ উন্মুক্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
➤ উলিপুরের বুড়িতিস্তা নদীতে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেন জুয়েল তার স্ত্রীসহ ছেলে ইশরাত হোসেন শাওনকে নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার শেষে বাড়ীতে পৌঁছে শিশু শাওনকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটায় বুড়িতিস্তা নদীতে শিশুটির মরদেহ দেখতে পায়।