।। নিউজ ডেস্ক ।।
জন্মের মাত্র চার মাস হার্টের সমস্যা ধরা পরে শিশু খাদিজার। জীবন বোঝার আগেই চার মাসের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শিশু খাদিজাকে সুস্থ্য করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। এই টাকা হলে বেঁচে যেতে পারে একটি শিশু। উলিপুরের থেতরাই ইউনিয়নের কিশোরপুর বাড়াইপাড়া গ্রামের আব্দুল খালেকের সন্তান খাদিজা।
পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকে মাঝে মাঝে অসুস্থ হতে থাকে খদিজা। জন্মের ২ মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে কিছুদিন পূর্বে কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। দিনমজুর খেটে খাওয়া পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।
খাদিজার বাবা আব্দুল খালেক জানান, আমার জমানো সঞ্চয় যা ছিল তা দিয়ে মেয়ের চিকিৎসা করাই। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো ভেবে পাচ্ছিনা। আমি দিনমজুর করে দিন এনে দিনে খাই। তিনি আরও বলেন, মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীসহ সমাজের সকলের কাছে মেয়েকে বাঁচাতে তিনি সহযোগিতা চেয়েছেন।
খাদিজাকে সাহায্য পাঠাতে চাইলে ০১৯২০০০৭৫২৮ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে বলেছে।
//নিউজ/উলিপুর//চন্দন/মার্চ/২৭/২৩