।। টেক ডেস্ক ।।
বিনোদনের অন্যতম উৎস এখন ইউটিউব। গান, নাটক, সিনেমাসহ বিভিন্ন রকম ভিডিও’র জন্যও ইউটিউব বেশ জনপ্রিয়। ইউটিউবে পছন্দের কোন ভিডিও ডাউনলোড করতে চাইলে তা সহজে আমরা ডাউনলোড করতে পারি না। অথবা ডাউনলোড করতে চাইলে ব্যবহার করতে হয় থার্ড পার্টি অ্যাপ বা সফটওয়্যার। কিন্তু চাইলেই কিছু উপায় অনুসরণ করে বিভিন্ন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যাবে।
চলুন তাহলে জেনে নিই যে ছয় উপায়ে ডাউনলোড করা যাবে ইউটিউব ভিডিওঃ-
১। প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এবার ইউটিউবে যান এবং একটি ভিডিও নির্বাচন করুন। এরপর URL এ গিয়ে youtube এর আগে ss লিখে এন্টার প্রেস করুন। এখন আপনার পছন্দ মত কোয়ালিটি নির্বাচন করে ভিডিও ডাউনলোড করে নিন।
যেমনঃ https://www.ssyoutube.com/watch?v=VDzZZVG9NYg&t=48s
২। একইভাবে ব্রাউজার ওপেন করুন এবং নির্দিষ্ট একটি ভিডিও’র URL এ গিয়ে youtube এর ube কেটে দিয়ে এন্টার প্রেস করুন। অর্থাৎ, https://www.yout.com/watch?v=VDzZZVG9NYg&t=48s এরপর ডাউনলোড অপশন আসলে অডিও অথবা ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৩। একইভাবে নির্দিষ্ট ভিডিও লিংকের URL এ youtube এর tube কেটে দিয়ে pak যোগ করুন। অর্থাৎ, https://www.youpak.com/watch?v=VDzZZVG9NYg&t=48s এরপর এন্টার দিন এবং আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড করুন।
৪। একইভাবে নির্দিষ্ট ভিডিও লিংকের URL এ youtube এর you কেটে দিয়ে 000 যোগ করুন। অর্থাৎ, https://www.000tube.com/watch?v=VDzZZVG9NYg&t=48s এরপর এন্টার দিন এবং আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড করুন।
৫। নির্দিষ্ট ভিডিও লিংকের URL এ youtube এর পরে pp যোগ করুন। অর্থাৎ, https://www.youtubepp.com/watch?v=VDzZZVG9NYg&t=48s এরপর এন্টার দিন এবং আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড করুন।
৬। একইভাবে URL এ youtube এর আগে pwn যোগ করুন। অর্থাৎ, https://www.pwnyoutube.com/watch?v=VDzZZVG9NYg&t=48s এরপর এন্টার দিন এবং আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড করুন।
এভাবেই উপরক্ত সবগুলো উপায় ইউটিউব থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।