|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মার্চ ২৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রমজান মাসে বাজারে সকল পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হওয়ায় অসহায় হয়ে পড়েছে মানুষ। সারাদিন রোজা রাখলেও বেশির ভাগ মানুষের ভাগ্যে জোটেনা সুস্বাধু বা মানসম্মত খাবার। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হলে দৃষ্টিতে আসে প্রশাসনের।
https://www.ulipur.com/?p=23347
➤ ফুলবাড়ীতে ২৬ মার্চ উপলক্ষে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের আয়োজনে রবিবার সকালে কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও কবিতা আবৃতি এবং সকাল এগারোটায় বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=23350
➤ কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, বিপাকে আরোহী
শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণাতুলে আছে। আতঙ্কিত হলেও মারুফা আক্তার তার সহকর্মী মোটরসাইকেল চালক লুৎফর রহমানকে সাবধানে থামতে বলেন।
https://www.ulipur.com/?p=23343
➤ কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
এ দুর্ঘটনা রমনা মেইল ট্রেনটির ইঞ্জিনের পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে রাত সাড়ে ১১টায় ট্রেন কুড়িগ্রাম রেলস্টেশন থেকে চিলমারীর পথে গমন করে।
https://www.ulipur.com/?p=23339