।। উপজেলা প্রতিনিধি ।।
রমজান মাসে বাজারে সকল পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হওয়ায় অসহায় হয়ে পড়েছে মানুষ। সারাদিন রোজা রাখলেও বেশির ভাগ মানুষের ভাগ্যে জোটেনা সুস্বাধু বা মানসম্মত খাবার। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হলে দৃষ্টিতে আসে প্রশাসনের।
শনিবার (২৫ মার্চ) বিকালে উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানার পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়। থানাহাট ইউনিয়নের ঠগেরহাট উঁচাভিটা, রমনা মডেল ইউনিয়নের সাতঘড়িপাড়া, বাঁধ, শাখাহাতি চরের বেশকিছু পরিবারের মাঝে খাবার সামগ্রী পৃথক, পৃথক ভাবে বিতরণ করেন উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা। বিকেলে বেশকিছু দুঃস্থ ও অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এর আগে রমনা মডেল ইউনিয়নের বাঁধ এলাকায় বেশকিছু পরিবারের হাতে খাবার তুলে দেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান। রমজানের শুরুতেই খাবার ও ত্রাণ সামগ্রী হাতে পেয়ে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর মুখে ফুটেছে হাসি।
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/২৬/২৩