।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ পৃথক দুইটি অভিযানে ২২ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানাধীন কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম, ২টি মোটরসাইকেল ও জুয়া খেলার নগদ অর্থ উদ্ধার সহ রাজিবপুর থানার উত্তর কোদালকাটি এলাকার মোঃ হাসেম আলী (৪৮), ঢষমারা মোহনগঞ্জের মোঃ মোমিনুল ইসলাম (২৮), তেররশিপাড়া এলাকার মোঃ হুরমুস আলী (৩৬), সাজাই সর্দারপাড়ার মোঃ শফিকুল ইসলাম (৪২), মেম্বারপাড়ার মোঃ শাহ আলম (২০), তেররশিপাড়ার মোঃ আবু সামা (৫৭), মোঃ সোলেমান (৪১), মোঃ আবু সাঈদ (৪২), মোঃ ফুলমিয়া (৪৮), কোদালকাটি ব্যাপারীপাড়ার মোঃ নূর আলম (২২), উত্তর কোদালকাটির মোঃ ইব্রাহীম (৩৬), চর সাজাই মন্ডলপাড়ার মোঃ আজিজুল ইসলাম (৫৭), তেররশিপাড়ার মোঃ আঃ খালেক মিয়া (৩৬), ঢুষমাড়া থানার গোয়ালপাড়া এলাকার মোঃ তারা মিয়া (৩৬), ডাটিয়ারচরের মোঃ ফজলুল হক (৫৬) ও খারুভাজ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩৫) সহ মোট ১৬ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে নাগেশ্বরী মৌজাস্থ হাজীপাড়া এলাকায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ নাগেশ্বরী সাঞ্জুয়ারভিটা এলাকার মোঃ আব্দুল কুদ্দুস (৬৮), হাজীপাড়ার শ্রী অমল চন্দ্র দাস ওরফে কাচুয়া (৬৫), মোঃ গিয়াস উদ্দিন (৬০), পশ্চিম সাঞ্জুয়ার ভিটা গ্রামের মোঃ আলতাফ হোসেন (৫০), মোঃ আমজাদ হোসেন (৪০) ও মোঃ ছকিয়ত (৪০) সহ মোট ৬ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
//নিউজ/কুড়িগ্রাম//জাহিদ/মার্চ/২৩/২৩