।। নিউজ ডেস্ক ।।
‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতি পাদ্য কুড়িগ্রাম, রৌমারীতে ও ফুলবাড়ীতে পৃথকভাবে সচেতনতা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর এ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ডাঃ আল-আমিন, ডাঃ মোঃ জোবায়ের হোসেন, নার্সিং ইনস্টিটিউটের কামরুন নাহার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হান্নান, মনিটরিং অফিসার শাহ জালাল প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ২০২২ সালে কুড়িগ্রাম জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ৪ হাজার ৩৮ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। জেলায় যক্ষ্মা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও আরডিআরএসসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষ্মা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল আলম যক্ষ্মা থেকে বাঁচার বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি স্বাস্থ্য বিভাগ আরডিআরএস বাংলাদেশ ফুলবাড়ীর আয়োজনে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা জানান, যক্ষা একটি মরণব্যাধি তবে চিন্তার কিছু নেই আমরা একটু সচেতন হলেই যক্ষা নির্মূল করতে পারি। তবে আমাদের সবসময় সচেতন থাকতে হবে।