।। টেক ডেস্ক ।।
বর্তমান অধিকাংশ অ্যান্ড্রোয়েড ফোনে গুগোল ফটোজ অ্যাপ ডিফল্টভাবে যুক্ত করা থকে। গুগলের এই ছবি বিনিময়ের জনপ্রিয় সুবিধাটি ছবি সংরক্ষণের পাশাপাশি সেগুলো খুব সহজে বিভিন্ন জায়গায় পাঠানোও যায়। এতে অনেক ঝুঁকিও থেকে যায়। কোনোভাবে হঠাৎ ফোনটি হারিয়েগেলে ব্যক্তিগত ছবি অন্যের হাতে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। তবে চাইলেই গুগল ফটোজে লক ফোল্ডার তৈরি করে ব্যক্তগত বা গুরুত্বপূর্ণ ছবি নিরাপদে সংরক্ষণ করা সম্ভব।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে গুগল ফটোজের ফোল্ডার লক করবেনঃ-
➤ গুগল ফটোজে লক ফোল্ডার তৈরির জন্য প্রথমে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।
➤ এরপর প্রদর্শিত পেজের লাইব্রেরি অপশনে ট্যাপ করে ইউটিলিটিজ নির্বাচন করতে হবে।
➤ এবার সেটআপ লক ফোল্ডার নির্বাচন করে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাই করতে হবে।
➤ পরিচয় যাচাইয়ের পর মুভ আইটেমস বাটনে ক্লিক করে ব্যক্তিগত ছবি বা ভিডিও নির্বাচন করলেই সেগুলো ফোল্ডারটিতে জমা হবে।
➤ চাইলে ডান দিকের ওপরে থাকা ফটো প্লাস আইকনে ক্লিক করেও ছবি ফোল্ডারটিতে জমা রাখাতে পারবেন।
➤ পরবর্তী সময়ে ইউটিলিটিজ অপশনের নিচে স্ক্রল করে লকড ফোল্ডারটি ব্যবহার করা যাবে।