।। টেক ডেস্ক ।।
প্রায়ই শোনা যায় স্মার্টফোন বিস্ফোরণের খবর। বিভিন্ন সময় দেখা যায় পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় বিস্ফোরণ হচ্ছে স্মার্টফোন। এতে কেউ আহত হয় আবার প্রাণহানির ঘটনাও ঘটে।
চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে বিস্ফোরণ হতে পারে আপনার সাধের স্মার্টফোনটি-
➤ স্মার্টফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে চালানো অবস্থায় ফোনটি বেশ গরম হতে থাকে। আর ক্রমাগত এই অবস্থায় ফোনের ব্যবহার বাড়িয়ে দেয় বিস্ফোরণের আশঙ্কা। তাই ব্যাটারি ফুলে গেলে বা চালানো অবস্থায় ফোন গরম হতে থাকলে অবিলম্বে ফোনের ব্যাটারি পরিবর্তন করা দরকার। কমদামি ফোনের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। কারণ এই ধরনের ফোনে ব্যাটারি-কুলিংয়ের ব্য়বস্থা থাকে না। তাই বেশি ব্যবহারে ব্য়াটারি গরম হয়ে যায়। এছাড়াও প্রাকৃতিক উচ্চ তাপমাত্রার ফলে বাড়ে ফোন বিস্ফোরণের সম্ভাবনা।
➤ চার্জ দেয়া অবস্থায় ফোন চালালে ফোনের চারপাশে রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পায়। তাই চার্জ দেওয়া অবস্থায় ফোনে কথা বললে বা ফোন চালালে বিস্ফোরণ ঘটতে পারে।
➤ ফোনের ব্যাটারিতে অনেকগুলো লেয়ার থাকে। কখনো কখনো এই স্তরগুলো ভেঙে যায়। যদি বারবার হাত থেকে ফোন পড়ে যায়, তাহলে আরও বাড়ে এই সম্ভাবনা। স্তরগুলোর কোনোটি ভেঙে গিয়ে তাদের মধ্যে ফাঁক তৈরি হলে, ব্যাটারি ফুলতে শুরু করে। এর পরে শর্ট সার্কিটের কারণে ব্যাটারিতে বিস্ফোরণের সম্ভাবনা বাড়ে।
➤ তরল পদার্থ থেকে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনোভাবে পানি বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন।
➤ ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন সেট বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।
➤ ফোনের ব্যাটারি বিস্ফোরণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ফোনের আসল চার্জার ব্যবহার না করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাচিয়ে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই ফোনের সাথে দেওয়া চার্জার অথবা ফোনের জন্য নির্ধারিত ওয়াটের চার্জার ব্যবহার করুন।
এছাড়াও গরমকালে বাহিরের তাপমাত্রার ফলে এবং অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। যার ফলে স্মার্টফোন বিস্ফোরণ হওয়ে যাওয়ার সম্ভবনা থেকে যাই। তাই সতর্ক হোন।