।। নিউজ ডেস্ক ।।
অচেনা যায়গা যাবার আগেই আমাদের মাথায় আসে গুগল ম্যাপস। এই গুগল ম্যাপস এর সাহায্যে আমরা অনেক অচেয়া যায়গায় নিজের গন্তব্য খুব সহজে খুঁজে পাই। ব্যবহারকারীদের অবস্থানের সব তথ্য নির্দিষ্ট দিন, তারিখ বা মাস হিসেবে নিজেদের ‘লোকেশন হিস্টরি’ ফিচারে জমা রাখে গুগল ম্যাপস। এছাড়াও কোনো স্থানে কতক্ষণ অবস্থান করেছেন তারও হিসেব রাখে এই গুগল ম্যাপস। তবে চাইলেই কিছু উপায় অনুসরণ করলে গুগল ম্যাপসে সংরক্ষিত তথ্যগুলো মুছে ফেলা যাবে।
চলুন জেনে নিই কিভাবে ম্যাপসে সংরক্ষিত তথ্যগুলো মুছে ফেলবেনঃ-
➤ প্রথমে ফোনে গুগল ম্যাপস চালু করতে হবে।
➤ এরপর ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘ইউর টাইমলাইন’ নির্বাচনের পর ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
➤ এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে নিচে স্ক্রল করলেই ডিলিট অল লোকেশন হিস্ট্রি অপশন পাওয়া যাবে।
➤ এরপর অপশনটি নির্বাচন করে ডিলিট বাটনে ট্যাপ করলেই অবস্থানের ইতিহাস মুছে যাবে।
এছাড়াও গুগল ম্যাপসে নির্দিষ্ট অবস্থানের ইতিহাসও মুছে ফেলা যায়।
➤ এ জন্য প্রোফাইল ছবিতে ট্যাপ করে ইউর টাইমলাইন নির্বাচন করতে হবে।
➤ এরপর মুছে ফেলতে চাওয়া অবস্থানের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন।
➤ এবার রিমুভ বাটনে ক্লিক করলে শুধু সেই অবস্থানের তথ্য মুছে যাবে।