|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মার্চ ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে জুয়ার সরঞ্জামসহ ৬ জন গ্রেপ্তার
জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (১৮ মার্চ) কুড়িগ্রাম পৌরসভার হীঙ্গনরায় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
➤ ৬’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী
শুক্রবার রাতে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারো মাসিয়া নদীর বাঁশের ব্রিজ এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানে ৬’শ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে।
➤ উলিপুরে মেয়র ও জেলা পরিষদ সদস্যদের গণসংবর্ধনা প্রদান
উলিপুরে মেয়র ও জেলা পরিষদ সদস্যদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে, উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=23165
➤ কুড়িগ্রামে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে।
https://www.ulipur.com/?p=23160