বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত টিকিট কালেক্টরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ১৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১। পদের নামঃ টিকিট কালেক্টর
পদ সংখ্যাঃ ১৩৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
বয়সসীমাঃ প্রার্থীর বয়স ১৩ ফেব্রুয়ারি তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বাংলাদেশ রেলওয়েতে যাঁরা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, তাঁদের সন্তানরা পোষ্য কোটার সুবিধা পাবেন।
আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/brticket/apply.php
আবেদন ফিঃ পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষরসহ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২০ মার্চ ২০২৩ বিকাল ৪টা পর্যন্ত।
সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে